Khoborerchokh logo

জিএমপি‘র গাছা এলাকায় পুলিশের হাতে এক মাদক কারবারী গ্রেফতার 142 0

Khoborerchokh logo

জিএমপি‘র গাছা এলাকায় পুলিশের হাতে এক মাদক কারবারী গ্রেফতার

নজরুল,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
জিএমপি‘র গাছা থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ ইবনে সাঈদ, সহকারী ‍উপ পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন,কনেষ্টেবল মোঃ এরশাদুল ইসলাম,মোঃ আবুল কালাম আজাদ,ও আনিছুর রহমানকে,সঙ্গে নিয়ে ২৪ জুন বৃহস্পতিবার রাতে গাছা থানাধীন দক্ষিন খাইলকুর(হিন্দুবাড়ী মোড়)এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া একজন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশী করে থ্রি কোয়াটার প্যান্টের পকেটে দুটি পলিথিনের প্যাকেট থেকে ২শত ২০ পিচ ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী হলেন,আল-হাসান(২৫) গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গাছা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১৩৫ তারিখ-২৪/০৬/২০২১ এর আগে আসামীর বিরোদ্ধে গাছা থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১)এর১০(ক)ধারা বিজ্ঞ আদালতে বিচারাধীন। গাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com